পৃথিবীতে মানুষের আগমন
কিভাবে ঘটেছে , তা নিয়ে মানুষের কৌতুহল এর শেষ নেই । আবার এ নিয়ে রয়েছে নানা রকম
মতভেদ । আবার সেই মতবাদ সমূহের মধ্যেও রয়েছে নানা রকম যুক্তি । তবে বর্তমান সময়ে
প্রযুক্তির উন্নয়ন এবং বিভিন্ন গবেষণার ফলে অতীতের বিভিন্ন বিষয় নিয়ে কিছুটা ধারনা
পাওয়া যায় ।
সময়ের সাথে সাথে বিভিন্ন
বিষয় সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীরা আপ্রান চেষ্টা করে যাচ্ছেন । মানুষের আগমন
নিয়ে বর্তমান সময়ে অনেক আলোচিত একটি বিষয় হল বিবর্তনবাদ । বিজ্ঞানীদের মতে
কোটি কোটি বছর ধরে বিবর্তন এর পথ ধরে বর্তমান এর মানুষ জাতির উদ্ভব হয়েছে । সেই
বিবর্তন এর ধারায় যুক্ত হয়েছে বিভিন্ন প্রজাতি । এমন ই এক প্রজাতির নাম হল Homo floresiensis ।
যাদের বলা যেতে পারে ক্ষুদে বামন । ২০০৩ সালে
ইন্দোনেশিয়ায় বিজ্ঞানীরা এই প্রজাতির বেশ কিছু ফসিল আবিষ্কার করেন । অনেক ছোট
আকারের বিধায় বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এগুলো কোন ছোট ছেলে বা মেয়ের কংকাল ।
কিন্তু অনেক গবেষনার পর ধারণা করা হচ্ছে সেগুলো এক সময়ের বামন প্রজাতির ফসিল ।
যারা মানুষের ই আরেকটা প্রজাতি ।
এরা ১ লক্ষ থেকে ৫০ হাজার বছর আগে এই পৃথিবীতে
ঘুরে বেড়াত । এদের উচ্চতা ছিল মাত্র ১ মিটার বা ৩.৩ ফুট । মাথা ছিল অনেকটা
শিম্পাঞ্জীর মত । মস্তিষ্কের
আকার ৪২৬ সিসি যেখানে আধুনিক মানুষের মস্তিষ্কের আকার ১৩৫০ সিসি । শরীরের তুলনায়
পা অনেক বেশি লম্বা । এদের গড় উচ্চতা আমাদের প্রায় অর্ধেক ছিল । ধারণা করা
হচ্ছে Homo erectus প্রজাতি থেকে বিবর্তিত হতে হতে এই প্রজাতিটির আবির্ভাব হয়েছে ।
আবার আরেক দল বিজ্ঞানীর ধারণা এরা বিবর্তিত হয়েছে Homo habilis প্রজাতি থেকে ।
কারণ মস্তিষ্ক সহ বিভিন্ন অংশে Homo habilis এর সাথে এই প্রজাতির মিল রয়েছে ।
কিন্তু এই Homo habilis প্রজাতি আফ্রিকা থেকে এশিয়াতে ছড়িয়ে পরার কোন প্রমান পাওয়া
যায়নি । সেজন্য অনেক বিজ্ঞানীর ধারনা হয়ত আমাদের অজানা কোন প্রজাতি হতে আবির্ভাব
হয়েছে এই Homo
floresiensis এর ।
কিভাবে হারিয়ে গেল এই
মানব প্রজাতিটি ? তার কোন সঠিক ধারণা পাওয়া যায় না । তবে সেই সময়ে আধুনিক মানুষের
( Homo sapiens ) কারণে হয়ত এই Homo floresiensis প্রজাতিটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় ।
তথ্যসুত্রঃ Think
Bangla
0 Comments