মীরেরসরাই এর মেলখুম ভ্রমন

ভ্রমণ
মীরেরসরাই এর মেলখুম ভ্রমন

মেলখুম বর্তমানে জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য ।  আমরা গিয়েছিলাম আরো বেশ কিছুদিন আগে । তখনো খুব একটা পরিচিতি পায়নি মেলখুম , যার কারণে পুরো ট্রেইল এ পর্যটক খুব একটা ছিলনা । ঢাকার কাছাকাছি হওয়ায় একদিনেই ঘুরে আসা যায় ।


মেলখুম এর ট্রেইল ধরে হাটার সময় মনে হবে এই পথ ধরে হারিয়ে যেতে । চারপাশে পাহাড় আর সবুজের হাতছানি । ট্রেইল এর অল্প পানিতে হাটার সময় পানির ঝপাঝপ শব্দ অন্য রকম একটা প্রশান্তি দেয় । আর একটু দাড়ালে পায়ের আশপাশ দিয়ে ছোট মাছের ছোটাছুটি বেশ উপভোগ্য । ট্রেইল এ প্রায় ১ ঘন্টা হাঁটার পর মুল খুমে প্রবেশ করা যাবে । মুল খুমের দুই পাশে খাড়া পাথুরে পাহাড় আর তার মাঝ দিয়ে ছোট পথ ধরে এগিয়ে যেতে সময় । এই সময় বেশ গা ছমছমে একটা পরিবেশ মনে হবে । আর ট্রেইল এর মধ্যে কিছু যায়গায় পানি একটু বেশি থাকে । সাঁতার না জানা থাকলে সাঁতার জানা লোকদের কাছাকাছি থাকা ভাল । আর কিছুকিছু যায়গায় খাড়া পাহাড়ের মাঝে দুই পা দিয়ে সাবধানে সামনে এগিয়ে যেতে হবে । আর এইভাবে পার হওয়াটার সময় সাবধানে পার হতে হয় , তবে এই পথটুকু অনেক বেশি সুন্দর । শহুরে ব্যস্ততার ফাঁকে একদিন সময় করে ঘুরে আস্তে পারেন এই সুন্দর মেলখুম । 



যেভাবে যাবেনঃ ঢাকা অথবা চট্টগ্রাম থেকে মীরেরসরাইয়ের বারৈইয়ারহাট এর এলাকার সোনাপাহাড় বাজার এর নাহার এগ্রো এর সামনে সামতে হবে । তারপর পূর্বদিকে  অল্প কিছুক্ষন হাটলে রেললাইন পাওয়া যাবে । রেল লাইন পার হলে একটি কাঁচা রাস্তা পাওয়া যাবে , সেই রাস্তা ধরে আরো ১০/১৫ মিনিট সামনে হেটে গেলে ট্রেইল এর দেখা মিলবে । ট্রেইল এর পাশ দিয়ে রাস্তা ধরে আরো বেশ কিছুক্ষন হেটে সুবিধামতন যায়গায় ট্রেইল এ নামে হাঁটা শুরু করবেন , ট্রেইল এর পথ একটাই তাই পথ হারানোর ভয় নাই । ট্রেইল ধরে মোটামুটি ঘন্টাখানেক হাটলেই পেয়ে যাবেন মেলখুম । 

সর্তকতাঃ  

* খুমের পানি খুব ঠান্ডা তাই যাদের ঠাণ্ডজনিত সমস্যা আছে তারা সাবধানতা অবলম্বন করবেন ।

* যারা সাঁতার জানেন না তারা সাবধানতা অবলম্বন করবেন

* ভারী ব্যাগ বহন করা থেকে বিরত থাকা ভাল হবে ।

* খুমের আশেপাশে খাবারের দোকান নেই তাই হালকা খাবার ও পানি সাথে নিয়ে যাবেন ।

* খুব ভোরে মীরেরসরাই পৌছে গেলে বারৈয়ার হাট কিছু সময় অপেক্ষা করে এবং কিছু খাওয়া দাওয়া করে তারপর খুমের উদ্যেশ্যে রওয়ানা    দিলে ভাল হবে ।

* প্লাস্টিক ও অপচনশীল দ্রব্য দয়া করে ফেলবেন না কোথাও । 

Read Next